আড়াল এ আড়ালের গল্প
- amlan
- Apr 16
- 3 min read
Updated: Apr 17
প্রয়াসম ভিস্যুয়াল বেসিকসের প্রথম পূর্ণ দৈর্ঘ্যের ছবি । অনেকদিন ধরেই ভাবছিলাম "আড়াল" এর তৈরি হওয়া নিয়ে লিখবো - কারণ এই ফিল্ম শ্যুটিং ফ্লোরে নিয়ে আসতে production এর কালঘাম ছুটে গেলো । জানুয়ারীতে প্রায় ছবির ৫০ শতাংশ শ্যুটিং হয়ে যাওয়ার কথা ছিলো - সে অনুযায়ী টিজার শ্যুট হল - শ্যুটিং শুরু হল মার্চের শেষদিকে । পুরো কস্টিউম যা ভেবে রাখা হয়েছিলো সব পাল্টাতে হল সঙ্গে পুরো ফিল্মের কালার coordination ।

প্রথমেই যখন ভাবলাম এবার শর্ট থেকে ফিচার এ শিফট করে দেখি আমরা কতটা capable হয়েছি ফিল্ম তোলার ক্ষেত্রে, তখন চার পাঁচটা রেডি স্ক্রিপ্ট নিয়ে আমরা বসলাম - কোনটা রোম্যান্টিক কমেডি, কোনটা আবার সোশ্যাল ড্রামা । এর মধ্যে সপ্তর্ষির আবার ইচ্ছে ছিল, দ্বেষ - মহাপ্রস্থানের পরের গল্প - এই স্ক্রিপ্ট টাকে আগে ফিল্মে তৈরি করে ফেলা । কিন্তু বাজেট অনেকটা বেড়ে যাওয়াতে দ্বেষ ২০২৬ এর জন্য ঠেলে দেওয়া হল । যাক শেষ পর্যন্ত আড়ালের ভাগ্যে শিকে ছিড়লো । আড়ালের original storyline মোটামুটি এইরকম ছিলো -

Assigned to a confounding and unresolved case, Crime Branch head Tejas Sinha finds himself drawn back to the town of his boyhood — a place heavy with memories and long-buried truths. His return is no ordinary homecoming, for at the heart of the investigation lies his former mentor and father figure, Swambhu Dey — a once-respected educator now living a quiet, uncertain retirement with his wife, Urmimala. But peace is a fragile illusion in the Dey household. Years ago, a string of devastating events shattered the family: the mysterious disappearance of Swambhu’s elder son, Samesh — Tejas’ childhood friend — and the subsequent unraveling of his younger son, Sanket, whose mind has never recovered. Tejas' sudden arrival rekindles old wounds, disturbing a delicate balance forged through silence and sorrow. As he begins to peel back layers of the past, he finds himself ensnared in a web of familial secrets, long-hidden crimes, and deeply buried grief. In this emotionally charged homecoming, Tejas must confront not only a mystery steeped in betrayal and loss, but also the haunting question: how well do we truly know the ones we call our own?

আড়াল এর প্লট যখন মাথায় এলো তখন থেকে ভেবে রেখেছিলাম তেজস এর ব্যাপারে আমার সঙ্গে আগে কাজ করেছে, চেতন, তাকেই বলবো । কারণ চরিত্রের যে গভীরতা চাই সেটা ও বুঝবে । স্বয়ম্ভূ হিসেবে রাজীব কেও মোটামুটি ভাবা ছিলো । রাজীব প্রথমদিন থেকেই নিজের চরিত্রে ঢুকে বসে আছে। অন্যদের স্ক্রিপ্ট পড়িয়ে তারপর একে একে ঠিক করা গেলো । স্মিতশ্রী কে নেওয়ার আগে অনেকেই আমাকে বারণ করেছিলো যে ও খুব একটা সিরিয়াস না - আমি কিন্তু ঠিক উল্টোটা দেখছি - খুব ভালো কাজ করছে। খুব সিরিয়াস নিজের কাজের প্রতি আর সবচেয়ে বড় ব্যাপার চরিত্রটা নিয়ে ও সময় কাটায় বা কাটাচ্ছে বলা ভালো । আর বেশ ভালো হোমওয়ার্ক করে আসে। আমি কোনদিনই কারোর খুব একটা কথা শুনিনা দেখলাম এক্ষেত্রেও না শুনে ভালো হয়েছে । রোহিত এই রোলের জন্য এক্কেবারে ফিট, সঙ্কেতকে ও ছাড়া ফুটিয়ে তোলা অসম্ভব হত। সামেশ কে নিয়ে এখনও চিন্তায় আছি, একটু তাড়াহুড়ো করছে - ওঁর চরিত্রের সঙ্গে সেটা একদম যায়না - এমনিতে দেবর্ষি বেশ ভালো কাজ করে - ওকে চরিত্রে আরও ঢোকাতে হবে । বৃন্দা আমার সঙ্গে এর আগেও কাজ করেছে - দেখা যাক কতটা আগের করা চরিত্রগুলো কে আড়াল করে ও গৌতমী কে কতটা ফুটিয়ে তোলে। বুদ্ধিমতী মেয়ে, আমার মনে হয় পারবে। তবে আমায় অবাক করে দিয়েছে মহুয়া - এই অভিনেত্রীর রিঅ্যাকশান এককথায় দারুণ। সেকেন্ড শিডিউলে সবে দীপায়ন আর বৃন্দা কাজ শুরু করেছে । একটা ছোট্ট সিনের জন্য ঋতজা বেশ ভালো কাজ করলো - তবে শ্যুটিং এর গল্প পরের দিন।

স্ক্রিপ্ট পাল্টালাম । রাজীবের যে ব্যক্তিত্ব তাঁর সঙ্গে স্বয়ম্ভূ -র আমি মিল পাচ্ছিলাম - কিন্তু রাজীবের সঙ্গে যখন কথা বলতে যাওয়া হয়েছিলো ওকে দেখে আমরা ঠিক করলাম ওঁর প্রফেশান টা চেঞ্জ করতে হবে - কিছু দৈহিক কসরতের দৃশ্য বাদ দিতে হবে। সেই সঙ্গে বাদ গেলো সামেশ মানে দেবর্ষির ওঁর সঙ্গে কিছু দৃশ্য । মানে প্রচুর কাটাছেঁড়া করার পরার সবাইকে নিয়ে বসে স্ক্রিপ্ট যখন শোনালাম দেখলাম রোহিত বেশ অসুস্থ - মানে ফিল্মের বর্তমানের সিন গুলোর জন্য ও এক্কেবারে পারফেক্ট কিন্তু অতীতের দুটো ভাইটাল সিন নিয়ে চিন্তায় পরেছিলাম তারও সমাধান একটা পাওয়া গেলো । সেটা কি জানতে হলে ডিসেম্বারে আমাদের সঙ্গে বসে আড়াল দেখতে হবে । আড়াল এর শ্যুট সবে শুরু হবে হবে এলো বৃন্দার চিঠি যে ও ওঁর ছেলের পরীক্ষার জন্য ২৩শে মার্চ অব্দি কোন শ্যুট করতে পারবে না। একে একে বার হতে লাগলো এর ওর অসুবিধে - মার্চ সে তো গরম কাল পোস্টারে প্রায় সকলেই শীতের কিছু না কিছু পড়েছে - টিজার শীতের একটা আমেজ নিয়ে তৈরি হয়ে গেছে - তেজস বলছে - There are many stories about Swambhu Dey.......but I spent couple of weeks with him in the winter of 2024.....
কি করা যায় - এমন কি ফ্যামেলী ফোটও শীতের কোট প্যান্ট পরে তোলা। ভাগ্যিস টিজারে চেতন কে শ্যাকেট পরানো - শার্ট বলে হয়তো চলে যাবে - কিন্তু সঙ্গে Shemagh আছে যে । এদিকে নায়ক এর মাথায় রয়েছে ট্রান্সফার হয়ে যাওয়ার চিন্তা - আমার রাত্রের প্রায় ঘুম উড়ে যাচ্ছে - একটা দুটো যে extra shot ভাবছি তা সমানে মন থেকেই delete করতে হচ্ছে - দ্যাখা যাক ।

( চলবে)







Comments